গণবিবাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী ২০ সেপ্টেম্বর

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গণবিবাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর যারা এই তথ্য সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আসুন তাহলে আপনাদেরকে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করে থাকি এখন।

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ২.০ উপলক্ষে এর আয়োজন করা হচ্ছে। তবে এই বিয়ে কি অর্থাৎ কোন বিবাহ কাকে বলে সে বিষয়ে অনেকেরই জানা নেই। আপনাদের সামনে এখন তুলে ধরা হবে মূলত এই বিষয়টি কি এবং কিভাবে করা হয়ে থাকে তা। এই বিবাহ সিস্টেম শুধুমাত্র আজকে নয় প্রায় কয়েক শতক বছর ধরেই চালু করা হয়েছে। গণবিবাহ বলতে তাকে বোঝানো হয় যেখানে একসঙ্গে অনেকগুলো বর এবং অনেকে বিয়ে দেওয়া হয় একই অনুষ্ঠানে। আর এই ধরনের বিয়ে বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েক জায়গা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠিত হচ্ছে এটি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে এবং পূর্বে থেকে নিউজ হয়ে যাচ্ছে। তবে এটি সত্যি কিনা তা অনেকে অনিশ্চিত ছিল। কিন্তু বিভিন্ন গণমাধ্যমিক থেকেও জানা গিয়েছে বিষয়টি সত্যি হতে যাচ্ছে।

গণবিবাহ নিয়ে অনেকেরই জানার আকর্ষণ আছে বলেই ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এখানে দেখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই জানানো হয়েছে। এখন নিচে থেকে জানবো কারা আয়োজন করেছেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে।

গণবিবাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আয়োজক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত শহীদ সার্জেন্ট জহরুল হল এর শিক্ষার্থীরাই এই আয়োজন শুরু করেছেন। শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধতা নয়, এখানে গণভজের আয়োজন করা হয়েছে। সকল কার্যক্রম এর আয়োজন করেছে উক্ত হলে শিক্ষার্থীরাই এমনকি খাওয়া-দাওয়ার ব্যবস্থা। কারো কোন অর্থ দিতে হবে না অথবা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট না থাকলেও চলবে। শুধুমাত্র এখানে বর কনে উপস্থিত থাকলেই তাদের বিবাহ অনুষ্ঠিত হবে সম্পূর্ণভাবে এবং তাদের দায়িত্বে।

বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানা গিয়েছে তারা এই উপলক্ষে একটি গরু কিনেছে এবং তা নিয়ে শোডাউন করতেও দেখা দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত পারমিশন দেওয়া হয়নি এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। অন্যদিকে শিক্ষার্থীরা আশীর্বাদ করছে এ বিষয়ে অবশ্যই তাদেরকে অনুমতি দেওয়া হবে এবং সকল আয়োজন সুষ্ঠুভাবে করতে পারবেন। এই প্রত্যাশায় সাধারণ শিক্ষার্থী এবং আয়োজকদেরও রয়েছে অনেকের। তবে এ বিষয়ে দ্বিমত পোষণ করছে অনেকেই। অনেকে এই ধরনের বিবাহের পক্ষে আবার বিপক্ষেও রয়েছেন। যেমন একদল রয়েছে পক্ষে আবার অন্য দল রয়েছে বিপক্ষে। তারা বলছে যদি পরিবারের অসম্মতি থাকে তাহলে এমন বিয়ের আয়োজনে দরকার নেই। আর এই বিয়ে গুলো দীর্ঘ সময় পর্যন্ত টিকবে না যদি অভিভাবকের মতামত না নেয়া হয়। আর অভিভাবকের মতামত নিয়ে বিয়ে করা সর্বশ্রেষ্ঠ। এছাড়াও আরো নানান ধরনের সমস্যা তুলে ধরছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান বিয়ে সবার জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে। আর অবশ্যই প্রোগ্রামটি দুই পরিবারের সম্মতি অনুষ্ঠিত হয়। তাহলে তারা এ গনবিবাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা বয়ে নিয়ে আসবে। আর এটা নিশ্চিত করতে হবে অভিভাবকরা সেখানে উপস্থিত রয়েছেন এবং তারাই বিয়েতে সম্মতি প্রকাশ করেছেন।

আবার এই বিষয় সম্পর্কে শহীদ সার্জেন্ট জরুল হক হলেন অধ্যাপক ডক্টর ফারুক বলেছেন – বিশ্ববিদ্যালয়টির হল একাডেমিক ইনস্টিটিউট। এখানে গণবিবাহের জায়গা না। আমরা এখানে অনুমতি দিতে পারি না তবে শিক্ষার্থীরা যদি অনুমতি নিতে আসে তাহলে দেওয়া হবে না। তবে তারা চাইলে অন্য কোথাও এর আয়োজন করতে পারেন। এছাড়া তিনি আরো জানান শিক্ষার্থীদের মানসিক অবস্থা ঠিক করতে ক্লাসের জন্য তাদেরকে প্রস্তুত করছে এবং স্বাধীনতা ভোজের ব্যবস্থা করেছি। এখানে খাবারের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আপনি গণবিবাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যদি কিছু মতবাদ প্রকাশ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে করতে পারেন। আমাদের এখানে উন্মুক্ত সবার জন্য মতামত গ্রহণ করা হয়ে থাকে। আর হ্যাঁ বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ এ।

Leave a Comment