মোবাইল ব্যাংকিং এর জন্য প্রিয় তালিকার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিকাশ। আর বিকাশ টাকা লেনদেন করার নিয়ম নিয়েই এখন আলোচনা করা হবে। যাতে করে ব্যালেন্স দেখার নিয়ম ও সেন্ড মানি করার নিয়ম সম্পর্কেও জানতে পারেন।
বিকাশ ব্যালেন্স দেখার নিয়ম
বিকাশ থেকে আপনি টাকা পাঠান বা উত্তোলন করেন সেক্ষেত্রে যে বিষয়টি দেখতে হয় সবার আগে। সেটি হচ্ছে বিকাশ ব্যালেন্স। কারণ বিকাশ ব্যালেন্স দেখে তারপর টাকা লেনদেন করতে হয় এবং কত টাকা পাঠাবেন তা জানা যায়। এজন্য প্রথমে ব্যালেন্স দেখতে হবে। ব্যালেন্স দেখার কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ডায়াল করে। যে কোন মোবাইল থেকে এ পদ্ধতিতে দেখা সম্ভব হয়। এজন্য প্রথমে যেতে হবে *247#. এরপর লেখা দেখা যাবে ব্যালেন্স নামের একটি অপশন। এবার এই অপশনটিতে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনার বিকাশের পিন নম্বর দিতে হবে।
বিকাশের পিন নম্বর দিলেই আপনার ব্যালেন্স দেখতে পারবেন। কিন্তু একটানা তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দেওয়া যাবে না। যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে সে ক্ষেত্রে অ্যাকাউন্ট আর ঢোকার সম্ভব হবে না। তাই এ সতর্কতা অবলম্বন করেই একাউন্টে প্রবেশ করতে হবে এবং দেখতে হবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখতে পারেন। এজন্য মোবাইল আছে ইন্সটল করে তারপর লগইন করলে ব্যালেন্স অপশনে ক্লিক করলে দেখতে পারবেন। এরজন্য পাসওয়ার্ডটা প্রয়োজন হবে না
বিকাশ টাকা লেনদেন
বিকাশে বেশ কয়েকটি পদ্ধতিতে লেনদেন করা যায়। যেমন রয়েছে পেমেন্ট সিস্টেম, সেন্ড মানি, ক্যাশ আউট এবং অন্যান্য। প্রথমে আমরা জামানার চেষ্টা করব সেন্ট মানে সম্পর্কে। এখন এ বিষয়গুলো নিচে ধাপে ধাপে উল্লেখ করা হচ্ছে যাতে বেশ খুব সহজে বুঝতে পারেন।
প্রথমে ডায়াল করে বিকাশ একাউন্টে ঢুকতে হবে পূর্বের মত। এবার একাউন্টে প্রবেশ করার পর সেন্ড মানির একটি অপশন পাওয়া যাবে। এখানে গিয়ে প্রথমে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন ওই বিকাশ নম্বর দিতে হবে। এরপর দিতে হবে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই নম্বরটি নম্বরটি বসানোর পর একটি রেফার কোড ব্যবহার করতে পারেন। এটি যে কোন একটি হিসেবে ব্যবহার করলেই চলে।
রেফার কোড ব্যবহার করার পর সর্বশেষ পিন নম্বর দিয়ে সাবমিট করলে আপনারা টাকা পাঠাতে পারবেন বিকাশে। বিকাশ টাকা লেনদেন করার নিয়মের মধ্যে এটি অন্যতম। এক্ষেত্রে মোবাইল অ্যাপসের মাধ্যমে ঢুকলে দেখতে পারবেন সেন্ড মানির একটি নাম। এ অপশনে গিয়ে মোবাইল নম্বর এবং টাকার পরিমান বসাতে হবে। চাইলে এখান থেকে গিফট এবং অন্যান্য শুভেচ্ছা বার্তা দিয়ে তারপর তিন নম্বর দিয়ে টাকা পাঠানো যায়।
এছাড়া যারা ক্যাশ আউট করতে চান তারা দোকানে গিয়ে ক্যাশ আউট দোকানের এজেন্ট নাম্বার নিতে হবে। এই নাম্বার নিয়ে ক্যাসেট অপশন থেকে ক্যাশ আউট করতে হবে নির্দিষ্ট নিয়মে। প্রতি ক্যাশ আউটের সাধারণত ১৮ টাকা নাম্বারে ১৪ টাকা সামথিং কেটে থাকে।
এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতিতে বিকাশ টাকা লেনদেন করার সম্ভব। এরকম আরো অন্যান্য টিপস এবং টিপসগুলো পেতে হলে আমাদের সাথে থাকুন। কারণ এখানে তুলে ধরা হবে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের দুর্দান্ত সকল নিয়মগুলো।