যে সকল ভাই বোনেরা বিয়ের জন্য বায়োডাটা তৈরি করতেছেন বা চাচ্ছেন তারা এখান থেকে দেখতে পেরে নিতে পারেন। কারণ এখানে তুলে ধরা হচ্ছে কিভাবে নিজেদের এই বায়োডাটা তৈরি করবেন এবং সবাইকে ইমপ্রেস করতে পারবেন সেজন্য।
মূলত বিবাহ হচ্ছে এক ধরনের পবিত্র সামাজিক বন্ধন এবং ইসলামিকদের চেষ্টা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহ বন্ধনের মাধ্যমে নারী-পুরুষের সাথে বসবাস করতে পারে এবং একে অপরের ভালো-মন্দ খোঁজখবর রাখে। আমি এর মাধ্যমে একজন মানুষ একে অপরের সাথে সারা জীবন থাকে আর নির্দ্বিধায় খাদিয়ে দেয় দুইজনে। পরিবারের সকলেই মারা যায় কিংবা চলে যায় তখন একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী বসবাস করে। তার মাধ্যমে বংশবৃত্তি ঘটে এবং পরবর্তী প্রজন্ম তৈরি হয়। কিন্তু এটি হওয়ার জন্য বেশ কিছু বিষয় নির্ভর করে থাকে। যেমন একে অপরের পছন্দ অথবা দুই ফ্যামিলি ভাবে মেনে নেওয়া ইত্যাদি বিষয়গুলো।
অর্থাৎ যখন একজন অপরের সাথে সম্পর্কে জড়িয়ে যায় তখন বিভিন্ন বিষয়গুলো দেখে ফ্যামিলি। ব্যক্তিগত এবং পরিবারের জীবনের পাশাপাশি দেখতে হয় চাকরির জীবন ইত্যাদি। যদিও এ বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত নয় তবে এ বিষয় সাম্প্রতিক সময়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আর একজন পাত্র-পাত্রী যাবতীয় তথ্য জানার জন্য তৈরি করতে হয় বায়োডাটা। যাতে করে খুব সহজে জানতে পারে একে অপরের সম্পর্কে নানা ধরনের তথ্য গুলো।
বিয়ের জন্য বায়োডাটা বাংলা ফরমেট
এ সকল বিষয়ের জন্য এখন বায়োডাটা প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি ম্যানুয়াল ঘটকের সাথে কিংবা অনলাইনের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার বায়ো ডাটার প্রয়োজন হবে। ছেলে পক্ষ হোক কিংবা মেয়ে পক্ষ হোক সবাই ছেলে মেয়ে সম্পর্কে জানতে চান এবং বায়োডাটা দেখতে চান। যদি এমন একটি বায়োডাটা তৈরি করেন তাহলে সে ক্ষেত্রে আপনারা সুবিধা হবে ও অন্যদেরও জানার সুবিধা হয়ে থাকবে। বায়োডাটা তে কি কি থাকা জরুরি তা এখন তুলে ধরা।
ব্যক্তিগত তথ্য
এখানে অবশ্যই ব্যক্তিগত তথ্য তুলে ধরতে হবে। নিজের নাম, পিতা মাতার নাম সহ উচ্চতা এবং বয়স উল্লেখ করা লাগবে। একই সঙ্গে তুলে ধরতে হবে ওজন এবং অন্যান্য পার্সোনালিটি গুণাবলীগুলো। যাতে করে আপনার এই ব্যক্তিগত তথ্য থেকেই তারা আপনার সম্পর্কে পুরো তথ্যগুলো জানতে পারেন। যদি কোন কিছু অভ্যাস থাকে সেগুলো উল্লেখ করতে পারেন এখানে তা হবে আপনার জন্য ভালো।
শিক্ষা বিষয়ক
আপনি যতদূর পড়াশোনা করেছেন তা তুলে ধরবেন। তবে এখানে কোন ধরনের পয়েন্ট উল্লেখ না করাই ভালো। যদি ডিভিশন থাকে তাহলে ডিভিশন না হলে উল্লেখ করার প্রয়োজন নেই। এরপর এখানে দিবেন কোন বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোন কলেজ থেকে কত সালে পাশ করেছেন তা। তাহলে আপনার পড়াশোনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তারা।
কর্মজীবন তথ্য
বিয়ের জন্য বায়োডাটা তৈরি করার গুরুত্বপূর্ণ স্টেপ এটি। এ বিষয়টি খেয়াল করে থাকে ছেলেপক্ষ এবং মেয়ের পক্ষ উভয়। তাই এ বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে এবং সুন্দর করে সাজাতে হবে। কত বছর ধরে কোথায় জব করছেন এবং উল্লেখযোগ্য স্যালারির আনুমানিক একটি ধারণা দিতে পারেন। তাহলে উভয়পক্ষ জানতে পারবেন আপনি কর্মজীবন নিয়ে কতটুকই স্বতঃস্ফূর্ত এবং কতটুকু সচেতন। একটি বিয়ের ক্ষেত্রে এ বিষয়টি অনেকটাই নির্ভর করে।
আর বিয়ের জন্য বায়োডাটা তৈরীর ক্ষেত্রে আপনারা আরো অন্যান্য তথ্যগুলো দিতে পারেন। সেগুলো আপনার প্রয়োজন অনুসারী দিতে পারেন এবং দেখতে পারেন। এরকম মজার মজার আরো আইটেম ও প্রয়োজনীয় সফল তথ্যগুলো দেখতে হলে আমাদের ওয়েবসাইট গুলো দেখুন। কেননা এখানে আপডেট সকল বিষয়ে উল্লেখ করা হয়।