মিরপুর একটি অত্যন্ত সুপরিচিত জায়গা, যেটিকে ঢাকার ব্যস্ততম শহর বলা হয়। তবে বর্তমানে এর পরিচিতি আরো বেড়ে উঠেছে খাবার দোকান কিংবা মিরপুরের সেরা রেস্টুরেন্ট হিসেবে। এখানে ছোটখাটো দোকান থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত সকল ধরনের রেস্টুরেন্ট রয়েছে। স্টুডেন্ট থেকে শুরু করে সকল পেশা ও শ্রেণীর লোকজন এখানে বাজেট অনুসারে খাবার খেতে পারে। এখানকার যে সকল স্ট্রিট ফুডের দোকান রয়েছে এখানে কেবলমাত্র ছুটির দিনগুলোতে নয়, প্রায় সপ্তাহ জুড়ে থাকে লোকজনের ভিড়।
মিরপুরে চোখে লেগে থাকার মত যেসব রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে মানুষ বেশিরভাগ পছন্দ করছে রুফটপ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সজ্জিত রয়েছে এমন। শুধুমাত্র খাবার নয় আমাদের মনকে প্রফুল্ল রাখতে প্রয়োজন সুন্দর একটা পরিবেশ এই দুটি যখন একসাথে পাওয়া যায় তখন হাজার ব্যস্ততা ছেড়ে মানুষ চলে আসে উপভোগ করতে। এখানে বুফে ও রুফটপ থেকে শুরু করে ডাইনিং পর্যন্ত সব ধরনের খাবারের পরিবেশ পাবেন।
সবকিছুর ঊর্ধ্বে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মানিব্যাগ কতটা সঙ্গ দিচ্ছে। তাই যেখানে যেতে চাচ্ছেন বা সময় কাটাতে চাচ্ছেন, অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত জেনে যাওয়া ভালো। নয়তো সেখানে গিয়ে আপনাকে বিপাকে পরতে হতে পারে। তবে বাজেটের কথা মাথায় রেখে মিরপুর ১ থেকে শুরু করে ১২-১৩ কিংবা ১৪ প্রায় সকল জায়গায় ছোট ছোট ফুড কার্ড রয়েছে যেখানে বাজে ফ্রেন্ডলি খাবার পেয়ে যাবেন। সেই সাথে মুহূর্তকে ধরে রাখতে সুন্দর প্লেসে ফটোগ্রাফি করতে পারবেন।
মিরপুরের সেরা রেস্টুরেন্ট সম্পর্কে ধারণা
মিরপুরে রয়েছে বেশ কয়েকটি সেরা রেস্টুরেন্ট, যা পরিচিত লাভ করেছে সেখানকার খাবার ও পরিবেশে ভিত্তিতে। চলুন তাহলে আজ জেনে নেই মিরপুরে সেরা রেস্টুরেন্ট সম্পর্কে।
১। দ্যা ডাইনিং লাউঞ্জ মিরপুর রুফটপ
আপনি যদি সুন্দর এবং মনোরম একটি পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই রেস্টুরেন্টে আপনার জন্য। বাজেটের সমস্যা না থাকলে অনায়াসে ঘুরে আসতে পারেন এখান থেকে। এর লোকেশন মিরপুর চিড়িয়াখানা রোডে, আপনি সহজে গুগল সার্চ করে চলে যেতে পারেন এই রুফটপ রেস্টুরেন্টে। এখানে থাই, চাইনিজ, পিজ্জা, পাস্তার মতো জনপ্রিয় খাবার এবং বিয়ে বাড়িতে পরিবেশিত ঐতিহ্যবাহী বাঙালি খাবার সহ বুফে এবং সেট মেনুতে খাবার পাওয়া যায়।
তাছাড়া চারজনের একটা সেট মেনু পেয়ে যাবেন ৯৯৯ টাকায়। কোন প্রকার ছুটির দিন ছাড়াই প্রায় সবসময় এখান থেকে সার্ভিস পেতে পারবেন।
২। চিলার্স
বার্গার লাভারদের জন্য মিরপুরে যদি কোন রেস্টুরেন্ট জনপ্রিয়তা লাভ করে থাকে সেটি হচ্ছে মিরপুরের চিলার্স। এর আউটলেট গুলো প্রায় সবই মিরপুরে অবস্থিত। মিরপুরে সব গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে উঠেছে চিলার্স আউটলেট। তাছাড়া এর খাবারের মান, নাগালের মধ্যে দাম হওয়ায় এটি বেশি পরিচিতি পেয়েছে। এমন কি কাস্টমারদের সুবিধার্থে রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। ৬০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অল্প দামের মধ্যে মজাদার বার্গার।
৩। ম্যাডশেফ
মিরপুরের সেরা রেস্টুরেন্ট হিসেবে ম্যাডশেফ কোন অংশে পিছিয়ে নেই। কেননা মিরপুর যে অনেকাংশে রেস্টুরেন্টের দিক থেকে এগিয়ে আছে তার উদাহরণস্বরূপ বলা যায় এই রেস্টুরেন্ট। মিরপুর ১০ এর যাত্রা শুরু হয়েছিল ধানমন্ডি, বনানী ও উত্তরায় সফলতার পর। ম্যাডশেফ এর জনপ্রিয় বার্গারগুলোর মধ্যে রয়েছে; নাগা বার্গার, স্মোকউড বারবিকিউ, তান্দুরি চিকেন বার্গার। তবে বার্গারের পাশাপাশি এখানকার চিকেন স্টেইক প্ল্যাটারটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে মিলবে এখানকার খাবারের দাম। মিরপুরে অবস্থিত রেস্টুরেন্টটি অন্যান্য আউটলেট এর মতই বড় পরিসরে করা হয়েছে। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্য চমৎকার একটি জায়গা।
৪। অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্ট
বাঙ্গালীদের পেট, চোখ ও মন ভরে কেবলমাত্র বাঙালিয়ানা খাবারের মধ্যে। অষ্টব্যঞ্জনে রয়েছে ভর্তা ভাতসহ পছন্দের মাছ এবং মাংস সব কিছুর স্বাদ নিতে পারবেন এক টেবিলে বসে। তাছাড়া এখানে আপনি বাজেটের মধ্যেই খাবার পেয়ে যাবেন। ব্যস্ততম শহরে মানুষের কাজের বিরতিতে এ ধরনের খাবার বাড়িতে খাওয়ার পূর্বে না বললেই চলে কিন্তু বাড়ির কাছে যদি এমন এক রেস্তোরা থাকে তাহলে আর চিন্তা কিসের। তাছাড়া অফিস কিংবা বাড়িতে বসেই খাবার অর্ডার করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে অথবা (01817071247) তাদের দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে।
খাদ্য রসিক মানুষের কথা মাথায় রেখে বর্তমান মিরপুরে যেন মিলছে খাবারের মেলা। আজকাল ঘর থেকে বেরিয়ে পথে ঘাটে কিংবা কোন দালানে সব জায়গায় চোখ পরে রেস্তোরাগুলোতে। সুসজ্জিত এবং ভিন্ন ভিন্ন খাবারের ছবিগুলো দেখেই যেন মানুষ ছোট চালায় খাবারের টানে।