স্বর্ণের দাম অনেকের জানা থাকলেও কিন্তু এক কেজি সোনার দাম কত টাকা হয় তা অনেকেরই জানা থাকে না। বলতো এক কেজি সোনার দাম কি পরিমান হতে পারে তাও কোন মানে অনেকের। এই আপনারা 1Kg Gold price সম্পর্কে পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় তথ্যগুলো উপস্থাপন করা।
সারা পৃথিবী জুড়ে প্রায় প্রতিদিন কয়েক বিলিয়ন ডলারের স্বর্ণ কেনাবেচা করা হয়ে থাকে। এই স্বর্ণ কেনাবেচার জন্য বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। ওই হিসাব জানার পূর্বে আমরা জানবো স্বর্ণের বিভিন্ন ধরনের বিভক্ত করান। মূলত এই বিভক্তি করা হয়েছে স্বর্ণের শুদ্ধতার উপরে যাচাই করে। স্বর্ণের ভিতরে কিছু খাত বা অবিশুদ্ধতা থাকে। যার কারণে ওই হিসাব করে স্বর্ণের বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা হয়েছে। আর এই ক্যাটেগরি অনুসারে এর দামেরও পার্থক্য থাকে।
যেমন সবচেয়ে কম বিশুদ্ধতা রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণতে। আবার সবচেয়ে বেশি বিশুদ্ধতা রয়েছে চব্বিশ ক্যারেট স্বর্ণতে। তাই দামের পার্থক্য উচ্চ এবং নিচু হিসাবে রয়েছে। যার মধ্যে বিশুদ্ধতা বেশি তার দাম ততটাই বেশি হয়ে থাকে। সাধারণত আমরা কয়েক ক্যাটাগরিতে সোনা কিনে থাকি। যেমন অনেকেই আনা হিসেবে কিনা থাকে আবার অনেকে ভরি হিসাবে কিনে থাকে। এই হিসাবে সাধারণত যারা কিনে তারাই সবচেয়ে বেশি লাভবান হয় বলে মনে করে। তবে এই পদ্ধতিতে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে এবং বেচাকেনা করা হয়। আর একে বলা হয় সার্বজনীন পদ্ধতি। বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপীয় কান্ট্রি গুলোতে এ পদ্ধতি কেন হয়ে থাকে। আজকে আমরা জানবো কিভাবে কিলোগ্রাম অথবা গ্রাম হিসেবে সোনা বিক্রি করা হয়। এভাবে এগুলো কেনা হয়ে থাকে এবং দাম কত হতে পারে সে বিষয়ে সম্পর্কে বিভিন্ন ধারণা।
১ কেজি সোনার দাম কত
এখন আমরা জানবো কিভাবে এই সকল কেনাবেচা করা হয়ে থাকে। মূলত যারা স্বর্ণের দোকানদার অথবা বড় বড় স্বর্ণের বিজনেস করে তারা এইভাবে স্বর্ণ কিনে থাকে। কেমন না ছোট ছোট হিসেবে শোনা খেলে তারা লাভবান হতে পারে না এবং হিসাব রাখতে পারেন না। তাই এই বিশাল দামে কিনা এবং যাতে লাভবান হয় সে বিষয়ে নজর রাখেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি এক কেজি সমান সমান ১ হাজার গ্রাম। তাহলে এক গ্রাম সোনার দাম কত হতে পারে সেই ধারণা। বর্তমান সময় অনুসারে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরের তারিখ যদি আমরা হিসাব করি। তাহলে এখানে এক ভরি সোনার দাম দেখা যায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা।
আর এক গ্রাম সোনার দাম এখন হচ্ছে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে সেই হচ্ছে না গ্রাম সোনার দাম ভিন্ন ভিন্ন হয়। আর এক কেজি সোনার দাম প্রায় ৯০ লক্ষ টাকা পর্যন্ত। আর অতি বিশুদ্ধ সোনার দাম প্রায় এক কোটি টাকা। অর্থাৎ এত এমাউন্ট দিয়ে তারাই কেনে তাদের প্রচুর স্বর্ণ প্রয়োজন কিংবা স্বর্ণ ব্যবসায়ী রয়েছে।
তবে এ সোনার দামের পার্থক্য হয়ে থাকে প্রত্যেকদিন। যখন বাংলাদেশের স্বর্ণের দাম হিসাব করেন নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। একেক সময় একেক দাম নির্ধারণ করে দেয় এবং অফিসিয়াল ভাবে তারা বলে দেয়। তারা যে দাম বলে দেয় সে অনুসারে বাংলাদেশের সোনা বিক্রি করা হয় ওই পরিমাণে। সুতরাং সোনা কেনার পূর্বে অবশ্যই সর্বশেষ মূল্য দেখে নিন এবং জিতে নি ন সবার থেকে।