স্মার্টফোন ইউজারদের জন্য স্যামসাং নিয়ে এসেছে এক নতুন ঝলক। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি Samsung Z flip6 নতুন একটি ভার্সন নিয়ে। নতুন প্রজন্ম বরাবরই নতুনত্বের পেছনে ছুটে বেড়ায়। তাদের কথা মাথায় রেখে আজকের এই তথ্য উপস্থাপন।
মূলত samsung মোবাইল প্রস্তুত করা হয় এশিয়া অঞ্চলে সাউথ কোরিয়াতে। বিশ্বের নামকরা ব্র্যান্ডগুলোর মধ্যে একটি জায়গা দখল করে আছেন samsung কোম্পানি। এই ব্র্যান্ডের যারা ইউজার আছেন তারা অপেক্ষায় থাকেন নতুন এটি মডেল বা আপডেট ভার্সন কবে হাতে পাবে। সে সকল বিষয় মাথায় রেখে samsung নিয়ে এসেছে Z flip 6। শুধুমাত্র ফোল্ডেবল নয় চমৎকার ক্যামেরার ফিচার নিয়ে হাজির হয়েছে এই মডেলটি। দেখা মাত্র যে কারো নজর কারতে বাধ্য। যারা ইউনিক কিছু ব্যবহার করতে পছন্দ করেন এবং বাজেট নিয়ে তেমন কোন সমস্যা নেই তারা সহজেই এটি এভেইল করতে পারেন। ২০২৪ সালের বিভিন্ন সিরিজের মধ্যে Samsung এর অন্যতম ১টি মোবাইল হতেছে Z flip6। আজকের এই প্রতিবেদনের মাঝে যেই তথ্যগুলো তুলে ধরা হবে, তার মধ্যে প্রথমে থাকবে
- ‘মোবাইল স্পেসিফিকেশন,
- বর্তমান মূল্য এবং
- ইউজারদের রিভিউ’।
যেকোনো মোবাইল ব্যবহারের পূর্বে এই তথ্যগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা খুবই জরুরী। এতে করে আপনি আপনার পছন্দের ডিভাইসটি থেকে দীর্ঘদিন ভালো একটা সার্ভিস নিতে পারবেন। অনেকেই আছেন যারা বাইরে থেকে দেখে বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখার মাধ্যমে মোবাইল ফোন কিনে থাকেন কিন্তু বিস্তারিত না জানার ফলে ঠকে যেতে হয়। তাই এসব বিষয় থেকে বিরত থাকতে সবার আগে তার সম্পূর্ণ তথ্য এবং ধারণা নেয়া জরুরি। চলুন তাহলে আজ আমরা জেনে নেই নতুন সিরিজের এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন।
Samsung Z flip 6 মোবাইল স্পেসিফিকেশন
Samsung galaxy নতুন এই ডিভাইসটি সম্পূর্ণ ফোল্ডেবল সিস্টেম। ফোনটি বাজারে দেখতে পাওয়া যায় ২০২৪ সালের জুলাই মাসে। এরমধ্যে রয়েছে নিচে তুলে ধরা হলো
প্রসেসর ও স্টোরেজ: এই ফোনটিতে রয়েছে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর। তাছাড়া ফোনটির বেস মডেলে দেওয়া হয়েছে 12GB RAM + 256GB স্টোরেজ এবং টপ মডেলে রয়েছে 12GB RAM + 512GB স্টোরেজ।
ক্যামেরার ধরন: বর্তমান প্রজন্ম মোবাইল ফোনের সব থেকে দুটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে স্টোরেজ এবং অন্যটি হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিও কল, সেলফি এমনকি সবথেকে ভাইরাল রিলস তৈরিতে খুব সহজেই যাতে ব্যবহার করা যায় তাই চমৎকার সেন্সর ব্যবহার করা হয়েছে। এর পিছনের ক্যামেরায় আছে ৫০ MP ওয়াইড এবং ১২ MP আলট্রাওয়াইড লেন্স।
Samsung Z Flip6 স্মার্ট ফোল্ডেবল ফোন
পাওয়ার ব্যাকআপ: samsung galaxy ফোনের এই ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 25W ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি।
মোবাইলটির এখন মূল্য: Samsung Z flip 6 বর্তমান সময়ে বাংলাদেশের ৯৭ হাজার হতে শুরু করে ১ লাখ ৯০ হাজারট মধ্যে পাওয়া যেতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করতেছে স্টোরেজ ভেরিয়েন্ট এর উপরে। তাছাড়া সময়ের ব্যবধানে এর দাম পরিবর্তন হতে পারে।
কাস্টমার রিভিউ: স্টাইল এবং ফাংশনালিটির দিক থেকে এই ফোনটি বর্তমান বাজারে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। যারা ভালো পারফরম্যান্সের জন্য একটি মোবাইল ফোন ইউজ করতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন।